রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ স্কাউটস এর উপজেলা শাখার ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ওয়াজেদ চৌধুরী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ স্কাউটস গোয়ালন্দ উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, প্রাথমিক শিক্ষা অফিসার মো. কবির হোসেন, ওয়াজেদ চৌধুরী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ সুলতানা মেহেরুনা জামানসহ বিভিন্ন স্কুলের শিক্ষকমন্ডলী প্রমুখ।
সভায় সর্ব সম্মতিক্রমে দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক ও উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বাবর আলীকে কমিশনার করে কমিটি ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari