‘সুস্থ দেহে সুন্দর মন, মান সম্মত শিক্ষা অর্জন’ প্রতিপাদ্যে রাজবাজীর গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সান সাইন হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জাতীয় পতাকা উত্তোলন, ক্রীড়া শপথ পাঠ ও মশাল দৌড়ের মাধ্যমে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়। সান সাইন হাই স্কুলের প্রধান শিক্ষক নুরতাজ আলম রবিনের সভাপতিত্বে ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন ইয়াস ক্যাবলস নেটওয়ার্কের ভাইস চেয়ারম্যান শেখ মো. মাইনদ্দিন, স্কুল পরিচালনা কমিটির সদস্য সানোয়ার আহমেদ (সানু), আব্দুল আজিজ খান, অভিভাবক প্রতিনিধি মুক্তার হোসেন প্রমুখসহ প্রাথমিক ও মাধ্যমিক শাখার অন্যান্য শিক্ষক মন্ডলী ও অভিভাবক বৃন্দ। দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের প্রাথমিক ও মাধ্যমিক শাখা শিক্ষার্থীদের চূড়ান্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সান সাইন হাই স্কুলের প্রধান শিক্ষক রবিন নুরতাজ আলম জানান, মান সম্মত শিক্ষার অন্যতম একটি হচ্ছে ক্রীড়া জগত। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতি বছরের ন্যায় এবারও ক্রীড়া প্রতিযোগিতর আয়োজন করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari