রাজবাড়ীর কালুখালী উপজেলার প্রাথমিক বিদ্যালয় সমূহে বৃহস্পতিবার স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে।
নির্বাচনে রতনদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইয়াসির আরাফাত শান ২শ ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। এছাড়া এসএম আররাফি ২শ ১৫,রাফিয়া আনান হৃদি ১শ ৯০,খালিদ শাহারিয়ার ১ শ ৮৭, ফাতেমা আক্তার ১শ ৭৬,অনুষকা বিশ্বাস ১শ ৬৯, নাসিফ হাসান দিহান ১শ ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। রতনদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯৮ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।
কৃষ্ণনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রবিউল ইসলাম ৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। এছাড়া খোকন ফকির ৮৪, ময়নাল খাঁ ৮০,উচমান আকন ৮০, রুনা খাতুন ৭৬, আতিকা তাছনিম ৬৭, মারিয়া আক্তার ৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪ জন প্রার্থী এই নির্বাচনে অংশ নেয়।
হরিনাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাসুমা খাতুন ৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। এছাড়া ছাবাহা ৫২ , রায়হান ৪৪,সুরভী ৫০, মারুফা ৪৮, জোছনা ৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ীরা বিদ্যালয় পরিচালনার বিভিন্ন কাজে নেতৃত্ব দিবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari