রাজবাড়ীর গোয়ালন্দে ঘরের মধ্যে দাউ দাউ করা আগুন হতে নিতুন (১৪) নামে দশম শ্রেণির এক ছাত্রকে উদ্ধার করে এলাকাবাসী। আটকে পড়া ছাত্রকে ঘরের দেয়াল ভেঙে দগ্ধ অবস্থায় বের করে গোয়ালন্দ উপজেলা হাসপাতালে পাঠানো হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ডের জুড়ান মোল্লা পাড়ায় হাসেম বেপারীর বাড়িতে মঙ্গলবার বিকাল সোয়া ৪ টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। আগুনে দগ্ধ হয়েছেন আরো দুইজন। পুড়ে গেছে বড় একটি চৌচালা টিনশেড ঘর এবং ঘরের ভেতরে বসবাসকারী ৪ টি ভাড়াটিয়ার সকল মালামাল। এতে সর্বমোট ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১৫/২০ লক্ষ টাকা।
ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপন গাড়ি ঘটনাস্থলের কাছাকাছি সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের পাশে সড়কের মধ্যে বিভিন্ন নির্মাণ সামগ্রী ফেলে রাখায় এবং অপরিকল্পিত একটি ভবনের দেয়ালের জন্য ঘটনাস্থলেই পৌঁছাতে পারেনি বলে অভিযোগ উঠেছে।
ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে , মঙ্গলবার বিকেল সোয়া ৪ টার দিকে ওই বাড়ির ভাড়াটিয়া দীনবন্ধুর ঘর থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের চারটি ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভাতে চেষ্টা করতে থাকেন। এরমধ্যেই ঘটে নিতুনের আটকে পড়ার ঘটনা। সে বাড়ির ভাড়াটিয়া ফরিদপুর জেলার মধুখালী থানার নিমাই সরকারের ছেলে। আগুনে আরো দগ্ধ হয়েছেন ভাড়াটিয়া জাহিদুল ইসলামের স্ত্রী সোমা বেগম (৪০) এবং অজ্ঞাতনামা আরো একজন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংবাদ পেয়ে গোয়ালন্দঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশনের ফাইটাররা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত ৪ জন ভাড়াটিয়া হলেন দীন বন্ধু, কাঞ্চন বিশ্বাস, পলাশ ও জাহিদুল ইসলাম।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মো. সাবেকুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত ঘটে। আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করি। কিন্তু সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ সংলগ্ন সড়কের মধ্যে বিভিন্ন নির্মাণ সামগ্রী ফেলে রাখায় এবং অপরিকল্পিত একটি ভবনের দেয়ালের জন্য আমাদের অগ্নি নির্বাপন গাড়ি ঘটনাস্থলেই পৌঁছাতে পারেনি। পরে ফিতা টেনে নিয়ে আমরা কাজ শুরু করি।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari