রাজবাড়ীর খানখানাপুরে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে খানখানাপুর চরাঞ্চলের ১০০ জন দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে রাজবাড়ী টিম ফাউন্ডেশনের উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়। টিম রাজবাড়ী ফাউন্ডেশনের উপদেষ্টা নাসিম শফি'র সার্বিক সহযোগিতায় কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিম রাজবাড়ী ফাউন্ডেশনের উপদেষ্টা নাসিম শফি, সুজিত কুমার নন্দী, সভাপতি জয়ন্ত কুমার দাস; সহ-সভাপতি কমল কান্তি সরকার, সাধারণ সম্পাদক আহসান হাবীব, সৌমিত্র শীল চন্দন, মিজানুর রহমান, সদস্য রবিউল রবি, বাসার মল্লিক, সুমন মল্লিক, লুৎফর রহমান বাবু, শেখ রাজিব, সিফাত আল মাহী প্রমুখ।
টিম রাজবাড়ী ফাউন্ডেশনের সভাপতি জয়ন্ত কুমার দাস বলেন, টিম রাজবাড়ী ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন। সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে মানবিক ও সামাজিক বিভিন্ন কার্যক্রম করে আসছে। তারই ধারাবাহিকতাই আমরা আজ খানখানাপুর চরাঞ্চলের অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেছি। আগামীতেও আমাদের এমন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari