মানিকগঞ্জ-রাজবাড়ী জেলার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে বুধবার রাত ৩:৪০ মিনিটে ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বিআইডব্লিউটিসি সূত্র জানায়, রাতে কুয়াশার ঘনত্ব বেড়ে ফেরির মার্কিং বাতি দৃষ্টিসীমানার বাইরে চলে যায়। এসময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
দৌলতদিয়া ঘাট শাখার সহকারি ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, রাত তিনটার দিকে কুয়াশার পরিমাণ বাড়তে থাকলে রাত ৩:৪০ টায় ফেরি চলাচল বন্ধ করা হয়। সকাল সাড়ে ৭ টায় কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এ নৌরুটে যানবাহন পারাপারের জন্য ছোট-বড় ১৫ টি ফেরি চলাচল করছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari