গোয়ালন্দে গলায় ফাঁস নিয়ে পপি আক্তার (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ইরাক প্রবাসী জটু মিস্ত্রি পাড়ার আলামিন মন্ডলের স্ত্রী। দীর্ঘ ৯ বছর পর বিদেশ থেকে আলামিন আজই বাড়ী ফিরেছে। তাদের ঘরে আদিব মন্ডল (১৩) নামে একটি পুত্র সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেবগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পূর্ব তেনাপোচা জটু মিস্ত্রীর পাড়ায় নিজের বসত বাড়ির পাকা টিনশেড ঘরের দক্ষিণ পাশের রুমের মধ্যে কাঠের আড়ার সাথে নিজ পরনের কাপড় পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন পপি।
স্থানীয়রা আরও জানান, মৃত ব্যক্তির স্বামী আলামিন দীর্ঘ ৯ বছর পরে বিদেশ থেকে বাড়িতে এসে স্ত্রীকে ঝুলে থাকতে দেখে চিৎকার দিলে পরিবারের লোকজন এসে লোহার শাবল দিয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ঝুলন্ত মৃতদেহকে নিচে নামায়।
খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari