রাজবাড়ীতে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছ "ইয়ামাহা রাইডার্স ক্লাব রাজবাড়ী। মঙ্গলবার মধ্যরাতে ব্রাদার্স অটোমোবাইলস ও এসিআই মটরস্ ইয়ামাহার সহযোগিতায় জেলা শহরের রেলস্টেশন, বাসস্ট্যান্ড সহ বিভিন্ন স্থানে ইয়ামাহা রাইডার্স ক্লাব বাইকার সদস্যরা শতাধিক শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণকালে ইয়ামাহা রাইডার্স ক্লাব রাজবাড়ীর এডমিন সৌরভ শিকদার, ফরিদপুর জোনের টেরিটরি অফিসার ইফতেখারুল ইসলাম, ফরিদপুর জোনের সার্ভিস ইঞ্জিনিয়ার নাহিদ ইবন হোসাইনসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ইয়ামাহা রাইডার্স ক্লাব রাজবাড়ীর এডমিন সৌরভ শিকদার বলেন, ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা শুধু ভ্রমন, আড্ডার মধ্যে সীমাবদ্ধ নেই, তারা বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে যুক্ত থাকে। শতাধিক শীতার্ত মানুষের মাঝে কিছুটা হলেও উষ্ণতা ছড়াতে পেরেছি।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari