রাজবাড়ীর গোয়ালন্দে ইউনিয়ন পর্যায়ে " জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্য সম্মত শৌচাগার, হাত ধোঁয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ " -প্রতিপাদ্য বিষয়ের উপর মাধ্যমিক স্কুল শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১২ জানুয়ারি বেলা ১১ টায় দৌলতদিয়া মডেল হাই স্কুল হলরুমে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিষয়ের পক্ষে দৌলতদিয়া মডেল হাইস্কুল এবং বিপক্ষে দৌলতদিয়া আক্কাস আলী উচ্চ বিদ্যালয় অংশ নিয়ে বিতর্ক করে। প্রতিযোগিতায় দৌলতদিয়া মডেল হাইস্কুল দল চ্যাম্পিয়ন হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিজয়ী দলে শিক্ষার্থী রিনা আক্তার। বিজয়ী দল পরবর্তীতে উপজেলা পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন সারা দেশে তারুণ্য উৎসবের অংশ হিসেবে এ বিতর্কের আয়োজন করা হয়।
প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আক্কাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন। বিতর্কের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দৌলতদিয়া মডেল হাইস্কুল ও পাশ্ববর্তী বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গার্লস হাই স্কুলের সহকারী শিক্ষকবৃন্দ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari