রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৪ নং ফেরিঘাট সংলগ্ন শাহাদৎ মেম্বার পাড়া এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন "হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন"।
সোমবার ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা, ২টি লেপ, তিন বান্ডিল ঢেউটিন, এক বস্তা চাল, কাঁচা বাজার ও শুকনা খাবার তুলে দেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন।
এসময় আরো উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, সংগঠনের সদস্য সুলতান মাহমুদ, শামসুল হক, মো. আলাউদ্দিন, শেখ আয়নাল আহসান, ইব্রাহিম মাহমুদ, শাহিনুর রহমান শাহিন, মোয়াজ্জেম, আলআমিন সহ অন্যান্য সংসস্যবৃন্দ।
গত ২৭ ডিসেম্বর শুক্রবার বিকালে শহিদের বাড়ির রান্নাঘর হতে সৃষ্ট আগুনে তার বাড়ির দুটি বসত ঘর ও একটি গরু পুড়ে ছাই হয়ে যায় এবং দুটি গরু মারাত্মকভাবে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হলে স্থানীয়রা ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে পরবর্তীতে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari