রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সি বাজার এলাকায় পদ্মা নদীর ভাংগন কবলিতদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রাজবাড়ী টিম ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ জন নদী ভাংগন কবলিত পরিবারের মধ্যে ৫০ টি কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিম ফাউন্ডেশনের উপদেষ্টা সুজিত কুমার নন্দী, সভাপতি জয়ন্ত দাস, সাধারণ সম্পাদক আহসান হাবীব, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সহিদুল ইসলাম, দৈনিক সংবাদ পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শেখ রাজিব, কেকেএস টিপ প্রকল্পের ম্যানেজার ও প্রজেক্ট কোঅর্ডিনেটর শাহাদাৎ হোসেন, পায়াক্ট বাংলাদেশ সংস্থার ম্যানেজার ও গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সদস্য মো. মজিবুর রহমান খান জুয়েল, টিম রাজবাড়ী ফাউন্ডেশনের সদস্য আশরাফুল আলম, স্থানীয় সমাজসেবক মো. জামাল মুন্সী, টিম রাজবাড়ী ফাউন্ডেশনের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রবিউল রবি প্রমুখ।
টিম রাজবাড়ী ফাউন্ডেশনের সভাপতি জয়ন্ত দাস বলেন, টিম রাজবাড়ী ফাউন্ডেশন অসহায়, অবহেলিত এবং সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে সবসময় কাজ করে। এরই ধারবাহিকতায় আজ আমরা এখানে এসেছি এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে। আমাদের এই সহোযোগিতা আগামীতেও অব্যহত থাকবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari