রাজবাড়ীর গোয়ালন্দ শহরের নিলু শেখে পাড়ার একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় অমর মন্ডল (২০) নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে নিলু শেখ পাড়ার কালাম মন্ডলের ছেলে। অমর মন্ডল পেশায় ট্রাক চালক ছিলেন। সোমবার সকালে গোয়ালন্দ বাসস্ট্যান্ড সংলগ্ন সান সাইন কলেজিয়েট স্কুলের পিছনে স্থানীয় আবু ডাক্তারের আম বাগানের আম গাছের ডালে পুলিশ তাকে উদ্ধার করে।
পরিবার ও স্থানীয় কয়েকজন জানান, স্থানীয় একটি মেয়ের সাথে অমর মন্ডলের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। রোববার তার সাথে কোন বিষয় নিয়ে ঝগড়া হয়। এরপর রাতে প্রেমিকাকে একাধিকবার ফোন করলেও সে ফোন ধরেনি। রাত ৯টার দিকে অমর রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আর ফিরেনি। গভীররাতেও ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকে। এক পর্যায়ে ফোন করলে রিং যাওয়ার পরও ফোন রিসিভ হয়নি।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে অমর মন্ডলের মা বাড়ির উঠানে ঝাড়ু দেওয়ার সময় বাড়ির অদূরে কুয়াশার ভিতর স্থানীয় আবু ডাক্তারের আম বাগানের একটি আম গাছের ডালে কিছু একটা ঝুলতে দেখেন। পরে কাছে গিয়ে দেখতে পান অমর মন্ডলের মরদেহ ঝুলে আছে। গলায় রশি পেচিয়ে ঝুলতে ছিল তার মরদেহ। এ সময় তিনি জোড়ে চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন এগিয়ে এসে রশি কেটে দিয়ে লাশ নামিয়ে ফেলে। পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ লাশের সুরতহাল করে। স্থানীয়দের ভাষ্যমতে অমর মন্ডল প্রেম ঘটিত কারণে রোববার রাত ১০টার থেকে সোমবার ভোরের কোন এক সময় আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari