রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্রের মামলায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল (৫০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার রাত সোয়া ৮টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের বেপারি পাড়ার নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করা হয়। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে হামলার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৪ আগষ্ট গোয়ালন্দ উপজেলার রেলগেট এলাকায় ছাত্রজনতার চলমান আন্দোলনে হামলার অভিযোগ এনে গত ১০ আগষ্ট থানায় মামলা দায়ের করেন ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শরিফুল ইসলাম। মামলায় ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়। ওই মামলার ২৬ নম্বর আসামি দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলকে সোমবার রাত ৮টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১০ ডিসেম্বর মামলা দায়েরের দিন রাতে এ মামলার ৬ নং এজাহারভুক্ত আসামি, গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য ইউনুস হোসেন মোল্লাকে গ্রেফতার করে করাগারে পাঠানো হয়। গ্রেফতার হওয়া দুই নেতার পরিবার ও স্বজনরা এ মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari