রাজবাড়ীর ডিবি পুলিশ সোমবার দুপুরে রাজবাড়ীর কালুখালী উপজেলার দুর্গাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ দুলাল উদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সে কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদাপাড়ার নিয়ামত সরদারের ছেলে।
রাজবাড়ীর ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিলন চন্দ্র বর্মন, এএসআই মোঃ মফিজুল ইসলাম, সঙ্গীয় ফোর্স সহ রাজবাড়ী জেলার রাজবাড়ী কালুখালীর দূর্গাপুর বাসস্ট্যান্ড নামক স্থানে রাজাবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের উপর উপর থেকে মোঃ দুলাল উদ্দিনকে ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। এব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari