রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন "গোয়ালন্দ ফুটবল একাডেমী" পরিদর্শন করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বরিশাল বিভাগের দায়িত্বরত প্রশিক্ষক আবজাল হোসেন মানিক । বুধবার বিকেলে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে গোয়ালন্দ ফুটবল একাডেমীর এ প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় গোয়ালন্দ ফুটবল একাডেমির পরিচালনা পর্ষদ, উপদেষ্টা মন্ডলী, কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহ্বায়ক দৈনিক যুগান্তর ও নাগরিক টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, দৈনিক প্রথম আলো পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি রাশেদুল হক রায়হান, দৈনিক যুগান্তর পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি শামীম শেখ, ইনকিলাব পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি মোজাম্মেল হক লাল্টু, দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি মইনুল হক মৃধা, গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের উপদেষ্টা নিত্যানন্দ নৃত্য, সভাপতি সিরাজুল ইসলাম চানমিয়া, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, গোয়ালন্দ ফুটবল একাডেমীর সদ্য বিদায়ী চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক রেজাউল করিম, গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের দৌলতদিয়া শাখার সভাপতি মো. সুলতান ফকির, গোয়ালন্দ ফুটবল একাডেমীর সহ-সভাপতি আরিফ হোসেন নারু, পরিচালক ও সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, কোচ এরশাদ মন্ডল, বরাট একতা ক্লাবের কোচ মো. শিপন সহ একাডেমীর খেলোয়াড়বৃন্দ।
বাফুফের কোচ আবজাল হোসেন মানিক বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) একাডেমী এ্যাক্রিডিটেশন স্কীম এর আওতায় নতুন করে একাডেমী অন্তর্ভুক্তি করণের লক্ষ্যে একাডেমিসমূহ পরিদর্শন কাজের অংশ হিসেবে মূলত এখানে গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে এসেছি। তিনি আরও বলেন, যে সকল একাডেমী বাফুফেতে এই স্কীমের আওতায় আবেদন করেছে সেসকল একাডেমীর কার্যক্রম বাস্তবে চলছে কি না তা যাচাই বাছাই করা এবং একাডেমির কার্যক্রমে বিভিন্ন পরামর্শ প্রদান করাই আমাদের মূল উদ্দেশ্য।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari