রাজবাড়ীর গোয়ালন্দে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীনের সঞ্চালনায় নিহত মুক্তিযোদ্ধাদের স্মৃতি চারণে বক্তব্য রাখেন গোয়ালন্দ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানা ইনচার্জ মোহাম্মদ রাকিবুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানা ওসি (তদন্ত) উত্তম কুমার বিশ্বাস, গোয়ালন্দ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা প্রমুখসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ। আলোচনা শেষে উপস্থিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও তাদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari