রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যােতি বিকাশ চন্দ্র বৃহস্পতিবার রংপুর বিভাগের নীলফামারী জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে যোগদান করেছেন। তিনি দীর্ঘ এক বছর গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। গত ৯ ডিসেম্বর সোমবার গোয়ালন্দ উপজেলায় তার শেষ কর্মদিবস ছিলো। উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ ও সাধারণ মানুষ তাকে শ্রদ্ধা-ভালবাসার মধ্যে দিয়ে অশ্রু সজল চোখে বিদায় দেন। বৃহস্পতিবার নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান তাকে স্বাগত জানান।
জ্যোতি বিকাশ চন্দ্র মুঠোফোনে জানান, দীর্ঘ ১ বছর গোয়ালন্দ উপজেলায় ইউএনও হিসাবে দায়িত্ব পালন করেছি। দায়িত্ব পালনকালীন সময়ে উপজেলাবাসীর জন্য যথাযথভাবে কাজ করার চেষ্টা করেছি। কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি সেটা উপজেলাবাসী ভালো বলতে পারবেন। তিনি আরও বলেন, নীলফামারী জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে আজই (বৃহস্পতিবার) প্রথম অফিসে যোগাদান করেছি। চেষ্টা করবো নিষ্ঠার সাথে জেলাবাসীর সেবায় কাজ করতে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari