রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে সামছুল ইসলাম সভাপতি ও আবু দাউদ হোসেন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে। শনিবার উপজেলা যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জামান চৌধুরী মবি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার বিকেলে মৃগী উচ্চ বিদ্যালয় মাঠে যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। রেজাউল হাবিব আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, কালুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতিউর রহমান নবাব, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম খায়ের, মৃগী ইউনিয়নের চেয়ারম্যান এমএ মতিন, সাওরাইল ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম, মৃগী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন জোয়াদ্দার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাদশা, জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক আবুল হোসেন শিকদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জামান চৌধুরী মবি প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় মৃগী ইউনিয়ন আওয়ামী যুবলীগের বিগত কমিটি ভেঙ্গে দেওয়া হয়। এরপর যুবলীগ সম্মেলনের ২য় পর্ব শুরু হয়। এ পর্বের সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জামান চৌধুরী মবি। সম্মেলনের ২য় পর্বে সকলের সিদ্ধান্তক্রমে সামছুল ইসলাম সভাপতি ও আবু দাউদ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন সিনিয়র সহসভাপতি শরিফুল ইসলাম, সহসভাপতি কবির হোসেন ও মনজুরুল ইসলাম। যুগ্মসাধারণ সম্পাদক আব্দুর রশীদ, মিরাজ মোল্লা, মাসুদ রানা। সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান গোলাপ, আশিকুর রহমান ও হামিদুর রহমান।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari