আইএফআইসি ব্যাংক পিএলসি গোয়ালন্দ শাখার উদ্যোগে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে ‘আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে কলেজের হলরুমে শিক্ষক মন্ডলী ও দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যাক্ষ (ভারপ্রাপ্ত) শামছুন নাহার ছিদ্দীকা। উপস্থিত ছিলেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সিনিয়র প্রভাষক মো. মাসুদ হোসেন, ফকির আব্দুল বারেক, আইএফআইসি ব্যাংক পিএলসি গোয়ালন্দ শাখার ম্যানেজার মো. সোহরাব হোসেনসহ কলেজের অন্যান্য প্রভাষক মন্ডলী। সঞ্চালনা করেন আইএফআইসি ব্যাংক পিএলসি গোয়ালন্দ শাখার লোন পারফরম্যান্স ম্যানেজমেন্ট অফিসার মো. আব্দুল বারী। মো. সোহরাব হোসেন শিক্ষার্থীদের আর্থিক সাক্ষরতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করে সকলকে স্বাগত জানান। দেশের অর্থনীতির টেকসই ও দীর্ঘমেয়াদী উন্নয়নে আর্থিক সাক্ষরতার ভূমিকা নিয়ে তার মতামত তুলে ধরেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari