রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি বক্তা মুফতি আমির হামজার বিশাল ওয়াজ ও তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩ টায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন।
গোয়ালন্দ কলেজপাড়া ধর্মপ্রাণ মুসলমানদের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা ইমাম কমিটির সভাপতি ও গোয়ালন্দ পৌরসভা জামায়াতের আমীর মওলানা জালাল উদ্দীন প্রামানিক।
মাহফিলে আমির হামজা বলেন, দেশে ইসলামি শাসন প্রতিষ্ঠার জন্য সকল আলেম-ওলামা ও যুব সমাজকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। দিনের খেদমতে আমাদের মেহনত করতে হবে। তিনি আরও বলেন, দুনিয়াতে আমরা যেমন মানুষের সাথে উঠাবসা করব, কেয়ামতের দিন আমাদের তেমন মানুষের সাথেই হাশর-নাশর হবে। মাহফিলে আরো বক্তব্য রাখেন মওলানা হুসাইন আহম্মদ মাহফুজ-চুয়াডাংগা, গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজ মসজিদের খতিব মাওলানা জহুরুল ইসলাম প্রমূখ। মাহফিলে কয়েক হাজার নারী-পুরুষ ও তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari