ফরিদপুরে চলমান জসীম মেলায় বৃহস্পতিবার সাংস্কৃতিক পরিবেশনা করবে পাংশা শিল্পকলা একাডেমী। এ উপলক্ষে বুধবার বিকেলে পাংশা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পাংশা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডুর সভাপতিত্বে সভায় পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও শিল্পকলা একাডেমীর কার্যনির্বাহী কমিটির সদস্য রাশেদা খাতুন, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, শিল্পকলা একাডেমীর কার্যনির্বাহী কমিটির সদস্য সঞ্জীব কুন্ডু, বর্ণালী দত্ত ও সাংবাদিক মোক্তার হোসেন, শিল্পকলা একাডেমীর শিক্ষক স্বপন মৃধা, হিমাংশু কুন্ডু রকেট ও চৈতন্য বসাক প্রমূখ উপস্থিত ছিলেন। সভায় বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুরে জসীম মেলায় পাংশা শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক পরিবেশনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari