রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুল হক খানের বদলি জনিত আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে গোয়ালন্দের সর্বস্তরের জনগণ। সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন- গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবির হোসেন রিদয়, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল আমিন মিয়া, পৌর যুব মহিলা লীগের সভাপতি সালমা আক্তার, উজানচর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোনোয়ার হোসেন মনা প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা একজন সৎ, যোগ্য, অত্যন্ত ভালো মনের মানুষ। সরকারের প্রতিটি কাজ বাস্তবায়ন ও সততার সাথে দায়িত্ব পালন করে আসছেন তিনি। তার এই স্বল্প সময়ে বদলিতে আমরা গোয়ালন্দবাসী হতাশাগ্রস্থ। অন্তত আরও এক বছর জেনো গোয়ালন্দ উপজেলায় আমাদের মাঝে নির্বাহী কর্মকর্তা থেকে তার অসমাপ্ত কাজগুলো শেষ করার জন্য প্রধানমন্ত্রী ও রাজবাড়ী জেলা প্রশাসকের নিকট বিনীত অনুরোধ জানান।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari