রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ও চুরির সাথে জড়িত দুজনকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন খুলনা জেলার তেরখাদা থানার চর জয়সুরা গ্রামের মৃত ইউনুস শেখের ছেলে মো. আলামিন শেখ (২৬) ও একই জেলার রূপসা থানার মোচ্ছাবারপুর গ্রামের মো. ইমরান শেখের ছেলে মো. শরিফুল ইসলাম সৌরভ (২০)।
থানা সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো: জাকির হোসেন এর ব্যবহৃত অচঅঈঊ মোটর সাইকেল প্যাথলজি বিভাগের পাশে বারান্দায় রাখা অবস্থায় গত ১৪ অক্টোবর চুরি হয়ে যায়। এই ঘটনায় মো. জাকির হোসেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ২৯ অক্টোবর রাত ৩ টায় গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম মোল্লাসহ একটি চৌকস টিম গোপালগঞ্জ জেলায় অভিযান পরিচালনা করে আসামীদ্বয়কে আটক করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাদের কাছ থেকে চুরি হওয়া মোটর সাইকেলটি উদ্ধার করে।
গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, আসামীদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari