রাজবাড়ীর কালুখালীতে অজ্ঞাত পরিচিত এক নারীর লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে কালুখালী থানার পুলিশ লাশটি উদ্ধার করে।
কালুখালী থানার অফিসার ইনচার্জ মো জাহেদুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকালে কালুখালীর মাজবাড়ী ইউনিয়নের মোহনপুর এলাকার মতিন নামের এক কৃষকের ধান ক্ষেতে অজ্ঞাত নারীর মরদেহ পরে ছিলো। এসময় আজিজ নামের এক কৃষক ওই ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিলো। তিনি অজ্ঞাত নারীর মরদেহ পরে থাকতে দেখে সবাইকে ডেকে দেখায়। পরে কালুখালী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই লাশের সুরতহাল তৈরি করে। একই সাথে সিআইডি পুলিশ ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করে। পুলিশের ধারনা নিহত নারীর আনুমানিক বয়স ৩৫/৪০ বছর। স্যালোয়ার কামিজ পরিহিত ওই নারীকে ৭/৮ দিন আগে হত্যা করা হয়েছে বলে ধারনা করছে পুলিশ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari