পাংশা হাইওয়ে থানার তৎপরতায় ছিনতাই হওয়া গরুসহ দুইজন আটক হয়েছে। জানা গেছে, সোমবার রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের কালুখালী রেলগেট এলাকা থেকে দুটি গরু ছিনতাই করে দুর্বৃত্তরা। পরে পাংশা হাইওয়ে থানার এ এসআই মনোয়ার হুসাইন পুলিশ ময়মনসিংহ জেলার মুক্তাগাছার বিজয়পুর থেকে একটি ট্রাক, দুইটি গরু, চালক ও হেলপার আটক করে। আটককৃত ট্রাক ড্রাইভার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা শ্রীমুখ গ্রামের মো. সিরাজুলের ছেলে সুলতান (২৫) ও হেলপার নীলফামারী জেলার ডোমরা থানার রিয়াজুল ইসলামের ছেলে শুভ (২৫)।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari