রাজবাড়ীর গোয়ালন্দে জালাল শেখ (৫৭) নামের এক ব্যাক্তি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার উজানচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গফুর মাতুব্বর পাড়ার মৃত কাইমদ্দিন শেখের ছেলে। শনিবার রাত ৩ টা হতে ভোর ৫ টার মধ্যবর্তী যে কোন সময় তিনি নিজ বসতবাড়ির পূর্ব পাশে বাঁশ ঝাড়ের মধ্যে একটি গাছের সাথে ঝুলে আত্মহত্যা করেন।
জানা যায়, মৃতের স্ত্রী হাজেরা বেগম শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে ঘুম থেকে উঠে বসতবাড়ির পূর্ব পাশে বাঁশ ঝাড়ের দিকে গেলে দেখতে পান যে, তার স্বামী গলায় গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় আছে। তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে জালাল শেখকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানা পুলিশে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শারিরীক অসুস্থতা এবং মানসিক ভারসাম্যহীনতার কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari