রাজবাড়ীর কালুখালীতে অনুমোদনহীন বাপ্পী স্পেশাল আইসক্রীম কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা শাখা অভিযান চালিয়ে এ দন্ড দেয়।
রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, কালুখালীর সোনাপুর বাজারে বাপ্পী স্পেশাল আইসক্রীম কারখানায় অভিযান চালালে তারা কারখানা পরিচালনার জন্য অনুমোদনের কাগজপত্র দেখাতে পারেনি। এছাড়া মোড়কজাতকরণ সংশ্লিষ্ট বিধিমালা যথাযথভাবে প্রতিপালন করতেও দেখা যায়নি। একারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari