ব্যাংকিং সেবার মান বাড়াতে রাজবাড়ীর কালুখালী উপজেলায় ডাচ বাংলা ব্যাংকের উপশাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার সহকারী অধ্যাপক খোন্দকার মফিজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন। কালুখালীর গোল্ডেন টার্স সুপার মার্কেটে চালু হওয়া নতুন শাখার উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক সৈয়দ রিয়াজুল হক। অনুষ্ঠানে ডাচ বাংলা ব্যাংকের রাজবাড়ী শাখা ব্যবস্থাপক মো. হানিফ রিপন, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুর রহমান, রতনদিয়া বাজার বনিক সমিতির সভাপতি ইমদাদুল হক দুদু, সহসভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক রনজয় বসু প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari