‘মা ইলিশ রক্ষা পেলে, দেশে প্রচুর ইলিশ মেলে’ স্লোগানে মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে অভিযান হয়েছে। রোববার দুপুরে গোয়ালন্দ উপজেলা ইলিশ সম্পদ উন্নয়ন সম্পর্কিত টাস্কফোর্স কমিটির বাস্তবায়নে দৌলতদিয়া পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। এর আগের দিন দৌলতদিয়া ফেরিঘাটে সচেতনতামূলক সভা করা হয় বলে নদীতে কোন মাছ ধরা নৌকা দেখা যায় নি।
এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আবুল হোসেন, সাধারণ সম্পাদক শামীম শেখ, নৌপুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, রোববার মধ্যরাত থেকে ৩ নভেম্বর পর্যন্ত পদ্মা নদীতে ২২ দিন ইলিশ মাছসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ। নিষিদ্ধের কয়েকদিন বিভিন্ন সময়ে প্রশাসনের পক্ষ হতে অভিযান অব্যাহত থাকবে। অভিযান চলাকালীন যদি কেউ আইন অমান্য করে মাছ শিকার করে তাহলে তাকে জেলসহ জরিমানা করা হবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari