সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা অবাধ, সুষ্ঠু ও সুশৃংঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বিগ্রেডের জেনারেল মিজানুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার বিজয় বাবুর পাড়া সার্বজনীন দূর্গা পূজা মন্দির পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কর্ণেল রেজা, রাজবাড়ী জেলার দায়িত্ব থাকা ক্যাপ্টেন এনাম, ক্যাপ্টেন সানজিদ, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব ঘোষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি নির্মল চক্রবর্তী প্রমুখ। এসময় তিনি মন্দির কমিটির সঙ্গে কথা বলেন এবং পূজা পালনে কোনো সমস্যার সৃষ্টি হলে তাদের তাৎক্ষণিক সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari