মহানবী হযরত মুহাম্মদকে (সাঃ)কে কটূক্তির প্রতিবাদে ভারতের হিন্দু ধর্মগুরু রামগিরি মহারাজ ও বিজেপি বিধায়ক নিতিশ রানের শাস্তির দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গোয়ালন্দ উপজেলা সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে ৪ অক্টোবর (শুক্রবার) বাদ জুম্মা গোয়ালন্দ শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন গোয়ালন্দ আল-জামিয়া নিজামিয়া-আরাবিয়া কওমী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম কাসেমী।
বক্তব্য রাখেন গোয়ালন্দ পৌর ইমাম কমিটির সভাপতি মাওলানা মুফতী সামছুল হুদা, সাধারণ সম্পাদক মুফতি আজম আহমেদ, মুফতি আব্দুল লতিফ, হাফেজ আবু সাঈদ, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বাবলু, সাবেক পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি প্রমুখ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari