রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউপির অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের (৭০) শনিবার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রথমবার এবং কলিমহর ইউপির ফলিমারা মাদরাসা প্রাঙ্গনে দ্বিতীয়বার জানাজা শেষে পৈত্রিক গ্রাম ফলিমারা গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। ফলিমারা মাদরাসা প্রাঙ্গনে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর নেতৃত্বে মরহুমের গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় স্মৃতিচারণ ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের প্রাক্তন জাতীয় সংসদ সদস্য ও পাংশা উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন মিয়া, সাবেক যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা মো. রফিক উদ্দিন, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. চাঁদ আলী খান, বীর মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন বকুল বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী মিয়া চাঁদ, মরহুমের ভাই মজিবর রহমান ও মরহুমের পুত্র নয়ন। উপস্থাপনা করেন বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম জাহাঙ্গীর। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী এবং মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ মরহুমের কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র সন্তান ও তিন কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari