রাজবাড়ীর গোয়ালন্দে সরকারি সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪ টায় গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে বৃষ্টি উপেক্ষা করে কয়েক'শ শিক্ষক অংশ নেন। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা। মানববন্ধন হতে আগামী রবিবার উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ১০ মিনিট করে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।
এসময় বক্তব্য রাখেন ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ গোয়ালন্দ উপজেলা শাখার সমন্বয়ক শেখ নাজিম উদ্দিন রাসেল, সদস্য সচিব জালাল উদ্দীন, সহকারী শিক্ষক মো. আব্বাস আলী, রফিকুল ইসলাম, জিল্লুর রহমান, সালেহা খাতুন, রাজু শেখ, গিয়াস উদ্দিন তালুকদার, জহুরুল ইসলাম, সুজিত কুমার রায়, জহির রায়হান প্রমুখ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari