রাজবাড়ীর গোয়ালন্দ উজানচর রিয়াজ উদ্দিন পাড়া যুব সমাজের উদ্যোগে ১২ তম রিয়াজ উদ্দিন পাড়া ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার ২ দল চূড়ান্ত হয়েছে। ২৪ দলের অংশগ্রহণে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা গত আগস্ট মাসের ৩০ তারিখ উজানচর রিয়াজ উদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধন করা হয়। প্রথম সেমিফাইনাল খেলায় মুক্তি সংঘ গোয়ালন্দ বনাম মর্নিং স্টার-১ একে অপরের মোকাবেলা করে। নির্ধারিত সময়ের খেলায় গোল শূন্য ড্র থাকাই শেষে টাইব্রেকারে ৩-১ গোলে মুক্তি সংঘ জয়লাভ করে ফাইনালে উত্তীর্ণ হয় এবং দ্বিতীয় সেমিফাইনাল খেলায় টুটুল স্মৃতি সংঘ, বালিয়াডাঙ্গা বনাম এস এস ক্লাব, রিয়াজ উদ্দিন পাড়া একে অপরের মোকাবেলা করে। নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে টুটুল স্মৃতি সংঘ ৩-২ গোলে এস এস ক্লাবকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়।
টুর্নামেন্টের সদস্য সচিব ও গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেন, খেলাধুলা শরীর ও মনকে সতেজ রাখে। প্রতিবছর আমরা উজানচর রিয়াজ উদ্দিন পাড়া যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকি। ফাইনাল খেলার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। পরবর্তীতে খেলার তারিখ জানিয়ে দেয়া হবে। তিনি আরও বলেন, আমাদের এমন আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari