গোয়ালন্দে অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা ও কায়িক পরিশ্রম নিশ্চিতে খেলার মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ গাইডলাইন শীর্ষক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সিএলপিএ, সিটিজেন নেটওয়ার্ক ও স্থানীয় সংগঠন ডাস বাংলাদেশের উদ্যোগে গোয়ালন্দ পৌরসভার পৌর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ পৌরসভার প্রশাসক ও রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জ্যোতিশ্বর পাল।
ডাস বাংলাদেশের সভাপতি অধ্যাপক আমিরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, গোয়ালন্দ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. ফেরদৈাস আলম খান, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যাপক আবুল কালাম আজাদ, পৌর প্যানেল মেয়র মো. ফজলুল হক, কাউন্সিলর মো. নিজাম উদ্দিন শেখ, মো. আলাউদ্দিন মৃধা, পায়াক্ট বাংলাদেশ সংস্থার ম্যানেজার, মো. মজিবুর রহমান খান জুয়েল, দৈনিক সংবাদের স্থানীয় প্রতিনিধি শেখ রাজীব প্রমুখ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari