রাজবাড়ীর গোয়ালন্দে সুশীল সরকার (৫৮) নামে এক চরমপন্থী নেতাকে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধ্যার দিকে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কাটাখালী বাজারে এ হামলার ঘটনা ঘটে। নিহত সুশীল উপজেলার ছোটভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামের মৃত মনিন্দ্রনাথ সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুশিল সরকার রবিবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে কাটাখালি বাজারের একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় বেশ কয়েকজন সশস্ত্র ব্যক্তি সেখানে এসে তার উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তার গলায়, ঘাড়ে, পিঠে ও পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় সেখানে তিন রাউন্ড গুলির শব্দ শোনা যায়। যার একটি গুলি সুশিলের দেহে বিদ্ধ হয়। হামলা শেষে ঘাতকরা সেখান থেকে চলে যাওয়ার পর স্থানীয় কয়েকজন এসে তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, নিহত সুশিলের বিরুদ্ধে থানায় দুইটি হত্যা ও তিনটি অস্ত্র মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে। তিনি চরমপন্থী দলের একজন নেতা ছিলেন বলে জানতে পেরেছি। অভ্যন্তরীণ কোন্দলের কারণে প্রতিপক্ষরা তাকে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে । লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। পুলিশ হত্যাকারীদের চিহ্নত এবং হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ ঘাতকদের গ্রেফতারে কাজ শুরু করেছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari