রাজবাড়ী জেলার সদর বরাট ইউনিয়নের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন বরাট একতা ক্লাবের ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫ টায় বরাট বাজার সংলগ্ন একতা ক্লাবের নিজস্ব মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় দুরন্ত বরাট একতা ক্লাব ৪-২ গোলে কিং স্টার বরাট একতা ক্লাবকে পরাজিত করে জয় লাভ করে।
টুর্নামেন্টের আহবায়ক ও বরাট একতা ক্লাবের ক্রীড়া সম্পাদক রাজন সরদারের তত্ত্বাবধায়নে এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরাট ইউনিয়ন পরিষদ সদস্য মো. সেলিম, বরাট একতা ক্লাবের সহ-সভাপতি মো. রুমেল, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শামীম, সাবেক ফুটবলার মো. খোকন, মো. জাহাঙ্গীর প্রমুখ। টুর্নামেন্টের আহবায়ক মো. রাজন সরদার বলেন, খেলোয়াড়দের মান উন্নয়নে ক্লাবের ৯৮ জন খেলোয়াড় নিয়ে ৭ দলের মধ্যে এ খেলা লীগ ভিত্তিতে অনুষ্ঠিত হচ্ছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari