রাজবাড়ীর গোয়ালন্দ উজানচর রিয়াজ উদ্দিন পাড়া যুব সমাজের উদ্যোগে ১২ তম রিয়াজ উদ্দিন পাড়া ডিগবার ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার ৪ দল চূড়ান্ত হয়েছে। ২৪ দলের অংশগ্রহণে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা গত আগস্ট মাসের ৩০ তারিখ উজানচর রিয়াজ উদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধন করা হয়। ২৪ দলের এ টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল খেলা শেষে সেমিফাইনালে উত্তীর্ণ দলগুলো হলো মর্নিং স্টার-২, মুক্তি সংঘ, টুটুল স্মৃতি সংঘ, এস এস একাদশ।
আগামী ২২ সেপ্টেম্বর (রবিবার) বিকেল ৪ টা ৩০ মিনিটে সেমিফাইনালের প্রথম খেলায় মর্নিং স্টার-২ বনাম মুক্তি সংঘ, গোয়ালন্দ এবং ২৩ সেপ্টেম্বর (সোমবার) বিকেল ৪ টা ৩০ মিনিটে টুটুল স্মৃতি সংঘ বনাম এস এস একাদশ একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari