রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নং ওয়ার্ডের বেপারী পাড়া গ্রামের মরহুম ডা. হায়াত আলীর মেজো ছেলে, গোয়ালন্দের নাট্য ব্যক্তিত্ব ইরশাদ হোসেন সবুজ(৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে তিনি মারা যান।
এরশাদ হোসেন সবুজ গোয়ালন্দ সম্মিলিত নাট্য দলের একজন অভিনেতা ও সম্মিলিত নাট্য দলের সাধারণ সম্পাদক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি গোয়ালন্দ উপজেলা ও পার্শ্ববর্তী ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গাই মঞ্চ নাটকে অভিনয় করেছেন। গুণী এই মানুষটির অকাল মৃত্যুতে গোয়ালন্দ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অনেক গুণগ্রহী রেখে গেছেন।
মরহুমের পারিবারিক সুত্রে জানা যায়, তিনি রবিবার সন্ধ্যায় অসুস্থবোধ করলে পরিবারের লোকজন তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। মরহুমের প্রথম জানাজার নামাজ সকাল ১১ টায় তার পৈত্রিক নিবাসের পাশে অবস্থিত মা আমেনা জামে মসজিদ এবং দ্বিতীয় জানাজার নামাজ সকাল সাড়ে ১১ টায় গোয়ালন্দ শহরের শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে গোয়ালন্দ পৌর কবরস্থানে সমাহিত করা হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari