রাজবাড়ীর গোয়ালন্দে হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্মদিন (পবিত্র ঈদে মিলাদুন্নবী) উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১২ রবিউল আউয়াল পৃথকপৃথকভাবে সকাল সাড়ে ৯ টায় আঞ্জুমান-ই-কাদেরিয়া, দৌলতদিয়া খানকা শরীফ এবং আঞ্জুমান-ই-কাদেরিয়া, কেন্দ্রীয় ইমাম বাড়া শরীফ গোয়ালন্দ হতে পৃথক দুটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে গোয়ালন্দ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৃথক পৃথক খানকা শরীফে শেষ হয়।
এসময় দৌলতদিয়া খানকা শরীফ আয়োজিত মিছিলে উপস্থিত ছিলেন আঞ্জুমান-ই-কাদেরীয়া দৌলতদিয়া খানকা শরীফের সভাপতি মুক্তার হোসেন বেপারী, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, কোষাধ্যক্ষ ফজলুল হক। কেন্দ্রীয় ইমাম বাড়া শরীফ আয়োজিত মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ইমাম বাড়ার সভাপতি মাহাজুস আলী চৌধুরী নাসিম, সাধারণ সম্পাদক গোলাম মাহাবুব, কোষাধ্যক্ষ সুমন মোল্লা, মরহুম ইদ্রিস মিয়ার জামাতা মো. সায়েম খানসহ বিপুল সংখ্যক ভক্ত ও মুরিদান মিছিলে অংশগ্রহণ করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari