রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে মোহাম্মদ রাকিবুল ইসলাম শুক্রবার যোগদান করেছেন। এর আগে তিনি বরিশাল সদর কোর্টে পুলিশ পরিদর্শক হিসেবে নিযুক্ত ছিলেন। ওসি মোহাম্মদ রাকিবুল ইসলামের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায়। ব্যাক্তিগত জীবনে তিনি দুই সন্তনের জনক।
জানা গেছে, রাজবাড়ী জেলার সদর, গোয়ালন্দ, পাংশা ও কালুখালী থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার চারজনকে বদলি-পদায়ন করা হয়েছে। পুরাতনদের প্রত্যাহার করে পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে রাজবাড়ী জেলা পুলিশ সুপার মোছা. শামীমা পারভীনের স্বাক্ষরযুক্ত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
অফিস আদেশে বলা হয়, বর্ণিত নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লেখিত স্থানে বদলি করা হলো। এই আদেশে গোয়ালন্দ ঘাট থানায় তিনি নবাগত ওসি হিসেবে যোগদান করেন। এর আগে গোয়ালন্দ ঘাট থানায় ওসি হিসেবে নিযুক্ত ছিলেন প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস।
নবাগত ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর সমন্বিত প্রচেষ্টায় গোয়ালন্দ ঘাট থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ও অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে কাজ করবে তার থানা।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari