‘সুস্থতাই শক্তি, সুস্থতাই প্রাণ' প্রতিপাদ্যে "সুস্থ্য দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন’ স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় চাচা-ভাতিজার মধ্যে এক জমজমাট প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫ টায় স্থানীয় যুব সমাজের উদ্যোগে দৌলতদিয়া মডেল হাই স্কুল মাঠে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এতে ৪০ বছর উর্ধ্ব বয়সী চাচা এবং ৮ থেকে ১৪ বছর বয়সী ভাতিজা অংশ নেন। নির্ধারিত সময়ের খেলায় ভাতিজা একাদশ ১-০ গোলে চাচা একাদশকে পরাজিত করে জয়ী হয়। বিজয়ী দলের তরিকুল পেনাল্টিতে দলের পক্ষে একমাত্র গোলটি করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। চাচা একাদশের অধিনায়কের দায়িত্ব পালন করেন শাজাহান সরদার এবং ভাতিজা একাদশের অধিনায়ক ছিলেন তরিকুল ইসলাম। আয়োজক কমিটির আহবায়ক মুরাদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন দৌলতদিয়া মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক আবুল বাশার, সামাদ মন্ডল, আলী আব্বাস সরদার, হেলাল সরদার, ইসমাইল প্রামানিক, সরোয়ার মন্ডল, খালেক প্রামানিক, আলম প্রামানিক, সরোয়ার মন্ডল, হিরো প্রামানিক প্রমুখ।
খেলা পরিচালনা করেন গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা মো. সাজ্জাদ হোসেন। সহকারী পরিচালক হিসাবে দায়িত্বে ছিলেন গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, সিনিয়র সহ-সভাপতি আরিফ হোসেন নারু, সোনালী অতীত ক্লাব দৌলতদিয়া শাখার সভাপতি মো. সুলতান ফকির। ধারাবিবরণিতে ছিলেন আনোয়ার হোসেন ও রেজাউল করিম।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari