রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাবাসীর পক্ষ হতে কুমিল্লার দুর্গম এলাকায় বন্যা কবলিত ২শ পরিবারের জন্য ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে।
স্বেচ্ছাসেবকরা জানান, ত্রাণ সামগ্রীগুলো তারা সরাসরি কুমিল্লার বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নে নিয়ে যাবেন। তারা খোঁজ নিয়ে জেনেছেন ওই এলাকায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌঁছাচ্ছে না।
ত্রান সামগ্রীর প্যাকেজে রয়েছে পরিবার প্রতি ১০ কেজি চাউল, ১কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি আলু, ১ লিটার সরিষার তেল, ৫০ গ্রাম শুকনা মরিচের গুড়া, ১ প্যাকেট মশার কয়েল, ১ প্যাকেট স্যানেটারি ন্যাপকিন, ১শ পিস পানি বিশুদ্বকরণ ট্যাবলেট, ১০ প্যাকেট স্যালাইনসহ বিভিন্ন জরুরি ওষুধ, শিশুদের জন্য গুড়ো দুধ ও শুকনো খাবার।
গোয়ালন্দ উপজেলা ত্রান তহবিলের অন্যতম সমন্বয়ক কলিন্স পার্থ ও নাজমুল হোসেন জানান, তারা গত কয়েকদিন ধরে গোয়ালন্দ উপজেলার সর্বস্তরের জনসাধারণের কাছ থেকে বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ করেন। এরপর দুর্গত এলাকায় তাদের প্রতিনিধির মাধ্যমে খোঁজ নিয়ে দুর্গতদের চাহিদা অনুযায়ী মালামাল ক্রয় করেন। এরপর তাদের একদল স্বেচ্ছাসেবী বৃহস্পতিবার সারারাত ও শুক্রবার দিনভর সেগুলোর ২'শ টি প্যাকেট প্রস্তুত করেন। শুক্রবার সন্ধ্যায় একটি গাড়িতে সেগুলো পাঠানো হবে। গাড়িটি সরবরাহ করছে স্থানীয় মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লি.। মালামালের সাথে তাদের ৮-১০ জন স্বেচ্ছাসেবী যাবেন। তারা নিজেদের খাওয়া সহ অন্যান্য ব্যায় নিজেরাই বহন করবেন।
সমন্বয়করা জানান, ত্রাণ তহবিল গঠনে তাদের আহবানে সাড়া দিয়ে গোয়ালন্দ উপজেলার জনগণ ছাড়াও গোয়ালন্দ প্রবাসী ফোরাম, গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব, দৌলতদিয়া ইয়াং ফাউন্ডেশন, দৌলতদিয়া বন্ধুত্ব ক্লাব, গোয়ালন্দ বাজারের ব্যাবসায়ী সহ অনেকেই এগিয়ে আসেন। আমরা সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari