গোয়ালন্দ সান সাইন কলেজিয়েট স্কুলের বার্ষিক শ্রেণিভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনলাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ৯ম শ্রেণি ও ১০ম শ্রেণি একে অপরের মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলায় ৯ম শ্রেণি ৩-১ গোলে ১০ম শ্রেণিকে পরাজিত করে চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন দলের শ্রাবণ হ্যাট্রিক করার গৌরব অর্জন করেন। সান-সাইন কলেজিয়েট স্কুলের সহকারি শিক্ষক মো. জাহিদুল ইসলামের দিকনির্দেশনায় ফাইনাল খেলাটি পরিচালনা করেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালক ও কোচ মো. আলমগীর হোসেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও ফাইনাল খেলায় এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সান-সাইন কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক নুরতাজ আলম রবিন। অন্যদের মাঝে ছিলেন গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা মো. সাজ্জাদ হোসেন, সভাপতি মো. জাহিদুল ইসলাম, সহকারি শিক্ষক শংকর কুমার সাহা, মাহমুদুল হাসান, মো. রিয়াজ প্রমুখসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা। ফাইনাল খেলায় টুর্নামেন্ট সেরা, ম্যান অব দ্যা ম্যাচ ও সর্বোচ্চ গোলদাতা হিসাবে ৩ টি পুরস্কার পান ৯ম শ্রেণির শিক্ষার্থী শ্রাবণ, উদীয়মান ফুটবলারের পুরস্কার পান ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আশরাফুল এবং সেরা গোল রক্ষকের পুরস্কার পান ৯ম শ্রেণির শিক্ষার্থী রফিক।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari