রাজবাড়ীর গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় সিজান শেখ (১৪) নামে এক এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার উজানচর ইউনিয়ন জানকী রায়ের পাড়া সৌদি প্রবাসী মো. মফিজ শেখ ও মৃত মৌসুমী বেগমের ছেলে। বেশ কয়েকমাস আগে তার মা মারা যান। বৃহস্পতিবার বেলা ১টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দাদাকে ভাত দিয়ে মাহেন্দ্রতে বাড়ি ফিরছিল সে।
জানাযায়, ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীজ এলাকায় ঢাকাগামী জে আর নামে একটি পরিবহন (ব-১৪-৭১৯৯) পিছনের চাক্কা ফেটে যাওয়ায় দৌলতদিয়া থেকে ছেড়ে আসা মাহেন্দ্রকে ধাক্কা দেয়। সিজান ধাক্কা খেয়ে মাহেন্দ্র থেকে পরে বাসের চাকার নিচে চলে যায়। এতে মাথায় আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণ হয় তার। পরে গোয়ালন্দ ফায়ার সার্ভিস কর্মীরা তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. একেএম ওহেদুল মুক্তাদির বলেন, তার মৃত্যু এখানে আনার আগেই হয়েছে।
সিজানের দাদী সাফিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, সিজান আমার সাথে ওর দাদাকে ভাত দিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ প্রচন্ড শব্দ হয়ে বাস মাহেন্দ্রে ধাক্কা দিলে সিজান মাহেন্দ্র থেকে ছিটকে পরে যায়। হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহলাদি পুর হাইওয়ে থানার সার্জেন্ট মাহমুদুন্নবী, পরিবহনটি আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। তবে পরিবহনের চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari