রাজবাড়ীর গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় নানান কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮ তম প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কুরআন থেকে তেলাওয়াত, কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে বিদেহী আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় শিল্প গোষ্ঠীর আয়োজনে এবং স্থানীয় ব্যক্তিবর্গের সহযোগিতায় মঙ্গলবার ২৮ আগস্ট দিবাগত রাত সাড়ে ৮ টায় পৌর ৫ নং ওয়ার্ড জুরান মোল্লার পাড়া চিশতিয়া লেন খাজা আক্তার হোসেন চিশতী নিজামীর বাসভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মো.জাকির হোসেন সভাপতিত্বে ও লিয়াকত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন লিয়াকত হোসেন, আবুল কালাম আজাদ, জাকির, সেলিম রেজা, দয়াল ঘোষ, এরশাদ হোসেন, লিটন প্রমুখ। এসময় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সংগীত পরিবেশন করেন প্রফেসর কামরুল ইসলাম, উত্তম ভক্ত, মাইনুদ্দিন মানু, সুশীল রবিদাস, জাকির হোসেন, নিঝুম ঠাকুর, লোভনা হোসেন, মিথি কুন্ডু, কামরুল ইসলাম। সংগীতানুষ্ঠানে বাদ্যযন্ত্রে ছিলেন শ্যাম ভক্ত, সেলিম রেজা, দয়াল ঘোষ, এরশাদ হোসেন, আব্দুর রাজ্জাক ঠাকুর প্রমুখ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari