রাজবাড়ীর গোয়ালন্দে প্রতিবেশীর ঘরে টিভি দেখতে যাওয়ার অপরাধে দুই শিশুকে বেদম মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। আহত শিশু দুটিকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রবিবার রাত ৮ টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ইমান খা পাড়ায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত দুই শিশু হলো ইমান খা পাড়ার জোনাকি আক্তার (১২) ও ময়না (১৪) খাতুন। জোনাকি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গার্লস স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী।
আহত শিশু জোনাকির বড়ভাই মো. ইয়াসিন জানান, বাড়িতে টিভি না থাকায় রবিবার রাত ৮টার দিকে তার বোন জোনাকি ও তার বান্ধবী ময়না প্রতিবেশী তমেজ মন্ডল এর বাসায় টিভি দেখতে যায়। এ সময় শিশুদের প্রতি তারা ক্ষুব্ধ হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। গালি শুনে তারা মৃদু প্রতিবাদ জানিয়ে সেখান থেকে চলে আসতে থাকে। এতে করে তারা আরো ক্ষিপ্ত হয়। একপর্যায়ে তমেজ মন্ডল, তার পিতা নিজাম মন্ডল ও তার স্ত্রী রোজিনা বেগম মিলে শিশু দুটিকে কিল-ঘুষি ও বাঁশ দিয়ে পিটিয়ে জখম করে।
মারপিটের একপর্যায়ে শিশু দুটি মাটিতে পড়ে যায়। এরপরও তাদের উপর আঘাত করা হয়। একপর্যায়ে শিশুদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। আমরা উপযুক্ত বিচার চাই।
গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. আব্বাস উদ্দিন বলেন, থানায় অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করা হয়েছে। শিশু দুটিকে মারপিটের আলামত পেয়েছেন। গন্যমান্যরা বিষয়টি মিমাংসা করে দেয়ার কথা বলেছে। তবে ভুক্তভোগী পরিবার চাইলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari