যে কোন ধরনের নাশকতা ঠেকাতে তিনদিনের অবস্থান কর্মসূচি শুরু করেছে গোয়ালন্দ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। এ উপলক্ষে সকাল ১০ টায় গোয়ালন্দ পৌর জামতলায় সমাবেশ করে দলের নেতাকর্মীরা। ১১ টায় সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মহাসড়ক ও বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর জামতলায় ফিরে আসে। সেখানে বিকাল ৫ টা পর্যন্ত তারা অবস্থান করবে।
গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ এর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, উপজেলা বিএনপির সহ সভাপতি আইয়ুব আলী খান, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা, বিএনপি নেতা খন্দকার আব্দুল মুহিত, আমজাদ হোসেন, সাইদুল মন্ডল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সানোয়ার আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মন্ডল প্রমূখ।
বক্তারা বলেন, বিএনপির জাতীয় কর্মসূচির অংশ হিসেবে তারা গোয়ালন্দে তিনদিনের এ অবস্থান কর্মসূচি শুরু করেছে। আওয়ামী লীগের যে কোন ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা রুখে দিতে মাঠে আছেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari