জেলা শিক্ষা অফিসারের নামে ৪ লক্ষ টাকার সেলামী গ্রহন করায় রাজবাড়ীর কালুখালী উপজেলায় এক স্কুল লাঞ্ছিত হয়েছে। ওই স্কুল শিক্ষকের নাম আয়ুব আলী। তিনি রতনদিয়া রজনীকান্ত মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিদ্যালয় জাতীয়করন হওয়া শিক্ষকদের কাগজপত্র স্বাক্ষরের জন্য ওই প্রধান শিক্ষক বিদ্যালয়ের ৮ জন শিক্ষকের কাছ থেকে ৪ লক্ষ টাকা গ্রহন করেন বলে অভিযোগ রয়েছে। টাকা গ্রহনকালে তিনি শিক্ষকদের বলেন এই টাকা জেলা শিক্ষা অফিসারকে কাগজপত্র স্বাক্ষরের জন্য দিতে হবে। এঘটনার পর টাকা প্রদানকারী শিক্ষকরা জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে খোজ নিয়ে জানতে পারেন তাদের কাগজপত্র স্বাক্ষরের জন্য কোন টাকা লাগেনি। তারা বিষয়টি নিয়ে ওই শিক্ষকের নামে সালিসের ডাক দেন। কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলীউজ্জান চৌধুরী টিটুসহ গন্যমান্যগন ওই সালিসে দোষী সাব্যস্ত হওয়ার জন্য শিক্ষক আয়ুব আলীকে ৪ লক্ষ টাকা জরিমানা করে। সালিস মেনে চলে এলেও শিক্ষক আয়ুব আলী ওই টাকা না দিয়ে নানা টালবাহানা করতে থাকে।
গত ৬ আগষ্ট জেলা শিক্ষা অফিসারের নামে সেলামী নেওয়ায় কথা জিজ্ঞেস করলে তিনি ভুল স্বীকার করেন। পরে তিনি পৃথক দুটি চেক মারফত শিক্ষকদের ৪ লক্ষ টাকা ফেরত দেন। টাকা নেওয়ার ব্যাপারে জানতে চাইলে আয়ুব আলী জানান, যেহেতু চেক প্রদান করেছি তাই এ নিয়ে লেখালেখি করার দরকার নেই।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari