কোটা সংস্কার আন্দোলনের ছয়দিন পর সারা দেশের ন্যায় চালু হয়েছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের কার্যক্রম। সোমবার সকাল ৮ টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সদস্যরা কাজে যোগদান করে কার্যক্রম শুরু করেন তারা। বেলা ১১ টার দিকে থানা চত্বর থেকে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় টহল দেন। এছাড়াও থানার নিরাপত্তায় পুলিশের পাশাপাশি কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, আমরা সোমবার থেকে পুরোদমে থানার কার্যক্রম শুরু করেছি। থানার কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই জনগণ তাদের কাক্সিক্ষত সেবার জন্য থানায় আসতে শুরু করেছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari